টাঙ্গাইলে বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তারেক মাহমুদ পুলু ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার