২২ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৬

জেলে মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জেলে মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

জেলে মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ-পুলিশের ৪ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নৌ-পুলিশ পটুয়াখালী জোনের সহকারি পুলিশ সুপার মো.আহসান হাবীব। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, পায়রা বন্দর নৌ-পুলিশের এ.এসআই মামুন, কনষ্টেবল রিয়াজ, সুমন ও ছাত্তার। এদেরকে নৌ-পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার চর বালিয়াতলী ঢোস এলাকা থেকে ৫ জেলে একটি মাছধরা ট্রলারসহ রাবনাবাদ নদীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ট্রলারে নিষিদ্ধ জাল রয়েছে সন্দেহে তাদের ধাওয়া করে পায়রা বন্দরের নৌ-পুলিশবাহী একটি ট্রলার। 

এরপর জেলেরা ফের ঢোস এলাকায় পৌঁছলে ৪ জেলে পালিয়ে যেতে সক্ষম হলেও সুজনকে ধরে ফেলে নৌ-পুলিশের সদস্যরা। পরে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে নৌ-পুলিশের এ.এসআই মামুনসহ ৪ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসি। প্রায় ৬ ঘণ্টা প্রচেষ্টার পর মঙ্গলবার সন্ধ্যায় ওই ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন। 

বিডি প্রতিদিন / অন্তরা কবির  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর