‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে’ এই শ্লোগান সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুল শিক্ষার্থী কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিষ্ট নাসরিন নাহার, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট উম্মে আসমা খানম, এসআরএইচআর কমবেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ (সিইএমবি) প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট তৌফিক উল করিম চৌধুরী।
কিশোরীদের মাঝে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা, নিজেদের সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রদানের জন্য আত্মনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে ৩২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে কাঁঠালিয়া উপজেলার ছয় ইউনিয়ন থেকে ১৫ জন স্কুল পড়ুয়া কিশোরী এই প্রশিক্ষণে অংশ নেয়।
এ সময় অন্যান্যের মধ্যে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আডিএফ) উপজেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, মনিটরিং এন্ড ইভেলুয়েশন কো- অডিনেটর আতিকা সুলতানা, কমিউনিকেশন কো-অডিনেটর নওরিন মল্লিকসহ প্রকল্পের কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        