২২ সেপ্টেম্বর, ২০২১ ১৯:২৯

ভারতে গেল ইলিশের প্রথম চালান

বেনাপাল প্রতিনিধি

ভারতে গেল ইলিশের প্রথম চালান

ভারতে গেল ইলিশের প্রথম চালান।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির প্রথম চালান ভারতে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়।

খুলনার সাউদান অ্যান্ড ফুড লিমিটেড ও ঢাকার ইউনিয়ন ভেঞ্চার নামে দুইটি রফতানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ইলিশ রফতানি করা হয়। বাংলাদশি ৫টি ট্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ বেনাপোল কাস্টমস ও মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতিতে ভারতে পাঠানো হয়েছে।

সরকার ভারতে রফতানি যোগ্য এক কেজি সাইজের ইলিশের মূল্য ৬ মার্কিন ডলার এবং দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার নির্ধারণ করে দিয়েছে।

সম্প্রতি এক আদেশে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ৫২টি প্রতিষ্ঠানের মাধ্যমে রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চলতি বছরের ১০ অক্টোবরের মধ্যে ৫২ জন ব্যবসায়ী ৪০ টন করে মোট দুই হাজার ৮০ টন ইলিশ রফতানি করবেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর