চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়া জেলার দুইটি উপজেলা কমিটি অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে যুবদল। একই সাথে অনিয়মে যোগসাজশের অভিযোগ তুলে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের বহিষ্কার দাবি করে তারা। আজ শুক্রবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বরে সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংগঠনিক নিয়মনীতি ছাড়াই কেন্দ্রীয় যুবদল চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দিয়েছে। এ দুইটি উপজেলায় কেন্দ্র থেকে অনুমোদনপ্রাপ্ত কমিটি বহাল থাকার পরও নতুন কমিটি অনুমোদন অসাংবিধানিক। এ অনিয়মের নীলনকশাকারী হিসেবে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের বহিষ্কার দাবি করেন তারা।
বিক্ষোভ কর্মসূচির আগে যুবদল নেতাকর্মীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসমত আলী। সম্মেলনে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা আহসাব রকি, সদস্য সচিব সাজেদুর রহমান মিলন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত