মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় আজ শুক্রবার দাফন করা হয়েছে। বাদজুম্মা মেহেরপুর হোটেলবাজার জামে মসজিদে মরহুমের জানাজা শেষে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে মেহেরপুর পুলিশের একটি দল তাকে 'গার্ড অব অনার' প্রদান করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন তার মরদেহে পুস্পমাল্য অর্পণ করেন।
তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির