নতুন ঠিকানায় নতুন শুরু, আর তা যেন স্বপ্নের মতোই হলো কেভিন ডি ব্রুইনের জন্য। নাপোলির হয়ে অভিষেকেই চোখধাঁধানো এক ফ্রি-কিক গোল করে ইতালিয়ান ক্লাবটির সমর্থকদের হৃদয় জয় করলেন বেলজিয়ান তারকা।
শনিবার (২৩ আগস্ট) সেরি আ-র নতুন মৌসুমে সাসসুয়োলোর মাঠে ২-০ গোলের জয় পায় নাপোলি। এই জয়ে শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ সূচনা করলেন নতুন কোচ আন্তোনিও কন্তে।
৫৭তম মিনিটে বাঁ দিকের সাইডলাইনের কাছ থেকে ডান পায়ে নেওয়া ফ্রি-কিকে দুর্দান্ত গোল করেন ডে ব্রুইনে। বল বক্সে উঁচু করে বাড়ানো হলেও কেউ হেডে টাচ করতে পারেননি। গোলরক্ষককে বোকা বানিয়ে বল এক বাউন্সে ঢুকে পড়ে দূরের পোস্ট দিয়ে জালে। গোলের পর সতীর্থদের আলিঙ্গনে উদযাপন করেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।
গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের অধ্যায় শেষে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে যোগ দেন ডে ব্রুইনে। অভিষেকেই তার পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছে, তিনি এখনো ইউরোপের অন্যতম সেরা প্লেমেকার।
নাপোলির হয়ে ম্যাচের প্রথম গোলটি আসে স্কট ম্যাকটমিনের পা থেকে, প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় কন্তের শিষ্যরা। এরপর দ্বিতীয়ার্ধে ডে ব্রুইনের দুর্দান্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত হয়।
বিডি প্রতিদিন/মুসা