নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা। ভাসানচরের ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জঙ্গল হতে সোমবার বিকেলে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
তারা প্রত্যেকে ভাসানচরের ৫০ নং ক্লাস্টারের বাসিন্দা। এর আগে তারা রবিবার দিবাগত গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যায়।
  
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃতদের থানা পুলিশের সহায়তায় তাদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্রতক্ষেপ নেওয়া হবে।
 
বিডি প্রতিদিন/এ মজুমদার 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        