স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় দিনাজপুরের কৃতি সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আমজাদ হোসেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। তারা ডা. আমজাদ হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ সৃষ্টি হতো না। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধ করেছিল। আজকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন এডভোকেট জাকিয়া তাবাসুসম জুই, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, সংবর্ধনা কমিটির সদস্য সচিব আব্দুস সামাদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ সেবায় ডা. আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পদক’ প্রদান করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর