ফরিদপুর শহরের আলীপুরস্থ লাবলু সড়কের পাশে শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক, পৌরমেয়র অমিতাব বোস। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক জানান, শহরের আলীপুর এলাকায় ২৩ শতাংশ জমির উপর এই কমপ্লেক্সটি নির্মিত হবে। আধুনিক সুবিধা সম্বলিত এ কমপ্লেক্সটিতে বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে। এছাড়া বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যাতে করে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রাখতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক