২০ অক্টোবর, ২০২১ ১৭:৫৮

জমে উঠেছে সোনাতলা পৌর নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জমে উঠেছে সোনাতলা পৌর নির্বাচন

জমে উঠেছে সোনাতলা পৌর নির্বাচন।

জমে উঠেছে সোনাতলা পৌর নির্বাচন। গত সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে এখন নির্বাচনী প্রচারণায় সরগরম পৌর এলাকা। পৌর এলাকার সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া। নির্বাচনী আলোচনায় চায়ের কাপে ঝড় উঠেছে হোটেল-রেস্তোরাঁগুলোতে।

পাড়া-মহল্লা হাট-বাজারেও এখন আলোচনার প্রধান বিষয়বস্তু পৌরসভা নির্বাচন। কোন প্রার্থী কেমন, বিগত দিনে কার ভূমিকা কেমন ছিল, আগামী দিনে কে যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে থাকবে, কার দ্বারা উন্নয়ন বেশি হবে-এমনসব বিষয়ে বিশ্লেষণ করছেন পৌর এলাকার সাধারণ ভোটাররা।

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে সোনাতলা পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করছেন তিনজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নু (নারকেল গাছ প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রয়াত সংসদ সদস্য ডা. হাবিবুর রহমানের কনিষ্ঠ পুত্র একেএম সাকিল রেজা বাবলা (জগ প্রতীক)।

এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ৯ হাজার ৪০৪ জন পুরুষ ভোটার এবং ১০ হাজার ১১৯ জন মহিলা ভোটারসহ মোট ১৯ হাজার ৫২৩ জন ভোটার প্রথমবারের মতো ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, প্রতীক বরাদ্দের সাথে সাথে গণসংযোগ-উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পৌর এলাকার বিভিন্ন মহল্লায় গিয়ে তারা দেখা করছেন ভোটারদের সাথে, তুলে ধরছেন নির্বাচিত হলে কী কী কর্মকাণ্ড করবেন তার ফিরিস্তি। তাদের সরব পদচারণায় এখন মুখরিত সোনাতলা পৌর এলাকার অলিগলি। প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। সর্বত্রই এখন যেন উৎসবের আমেজ।

সোনাতলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আশরাফ হোসেন জানিয়েছেন, ‘সোনাতলা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী ২ নভেম্বর আমরা উৎসবমুখর পরিবেশে একটি ভাল নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর