মোটরসাইকেল নিয়ে রেল লাইন পার হওয়ার সময় মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের স্বামী ও বড় ছেলে আহত হয়েছেন।
ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল রানা জানান, পৌনে ছয়টার দিকে স্বামী স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে রেল লাইন পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী ৭৯৮ নম্বর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী ও শিশু পুত্র নিহত হয়। আহত হন একজন পুরুষ ও আরেক শিশু পুত্র। হতাহতরা সবাই একই পরিবারের। তাদের নাম এখনো জানা যায়নি। তবে তাদের বাড়ি বাসাইল উপজেলার ময়থা গ্রামে।
বিডি প্রতিদিন/এএ