২৩ অক্টোবর, ২০২১ ১৬:৩৯

দিনাজপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামা-রানীরবন্দর সড়কের চিরিরবন্দরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে মুক্তা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে খানসামা-রানীরবন্দর সড়কে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের রানীরবন্দর হাটের গরুহাটিতে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু মুক্তা খাতুন (৪) চিরিরবন্দরের নশরতপুর গ্রামের সর্দারপাড়ার মিজানুর রহমান ওরফে সরুর মেয়ে।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, শিশু মুক্তা খাতুন তার পিতার রিকশাভ্যানের চাবি আনার জন্য বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় খানসামাগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজনসহ ইজিবাইক চালক ও তার পিতা মিজানুর রহমান ওরফে সরু তাকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক মুক্তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর