ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবারে বিকালে উপজেলার দরিরামপুরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম।
ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, জেলা যুবলীগের আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু, যুগ্ন-আহবায়ক এইচ এম ফারুক, যুগ্ন আহবায়ক আখেরুল ইসলাম সোহাগ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদািয়ক উস্কানীদাতাদের যুবলীগ রাজপথে থেকে প্রতিহত করবে। বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদািয়ক উস্কানি দাতাদের ঠাই দেয়া হবে না। আর এ জন্যই দলে বিভেদ সৃষ্টি করা যাবে না। আসছে ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রার্থী পছন্দ হয় নাই, ভাল লাগে নাই, এইসব দোহায় দিয়ে যারা নৌকার বিরোধিতা করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আনোয়ার জাহান শরীফ, আশরাফুল ইসলাম মিল্টন, মঞ্জুরুল কাদির, সাইদুর রহমান সুজা, সালাউদ্দিন লাভলু, বাবুল সুপ্রিয় রায়, বাবু পিন্টু সরকার, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটন প্রমুখ। এছাড়াও বর্ধিত সভায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সাধারণ সম্পাদকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        