২৪ অক্টোবর, ২০২১ ১৯:০৫

বিদ্যালয়ে ভাঙন আতঙ্ক, ১৪ মিটার দূরে পদ্মা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

বিদ্যালয়ে ভাঙন আতঙ্ক, ১৪ মিটার দূরে পদ্মা

ফরিদপুরের চরভদ্রাসনে ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে মাত্র ১৪ মিটার দূরে রয়েছে পদ্মা নদী। দুই মাস আগেও বিদ্যালয় হতে ৬০ মিটার দূরে ছিল নদী। কিন্তু ভাঙতে ভাঙতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেকোনো মুহূর্তে নদীতে বিলীন হতে পারে বিদ্যালয়টি। 

রবিবার বেলা ১১ টার দিকে সরেজমিনে ভাঙনের তীব্রতা দেখা যায়। স্থানীয়রা জানান সকাল ৭ টা হতে ভাঙন শুরু হয়। এ সময় ৫০ শতাংশ জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন স্থান হতে নারী পুরুষ মিলে কাঁচা ধান কেটে নিয়ে যান।

এ সময় রশিদ শেখ (৫৬) বলেন, “কতজন আইলো দেখলো কেউ এটা ব্যবস্থা নিলো না। কাঁচা ধান কাইডা নিব্যার লাগছি ভাঙনের জায়গা থ্যা।”
ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রাজিয়া বেগম বলেন, “সরকারী এ স্কুলটি নদীতে চলে গেলে আমাদের সন্তাদের কোথায় লেখা পড়া করাব সে চিন্তায় আছি। স্কুলটি রক্ষায় কেউ একটু ব্যবস্থা নিলো না।” 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ জানান দীর্ঘদিন ধরেই ভাঙন ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়টি। তিনি বলেন, ‘১৯৭০ সালে স্থাপিত বিদ্যালয়টি স্থাপনের পর ১৯৯৭ সালে ভাঙনের কবলে পরে বিদ্যালটি। পরে ঐ স্থান হতে ৩ কিলোমিটার দূরে এসে ২০ শতাংশ জায়গার উপর দুটি টিনের ঘরে ১৫০ জন শিক্ষার্থীকে পাঠদান কার্যক্রম চলছে। যেভাবে ভাঙন অব্যাহত রয়েছে তাতে শিক্ষার্থীদের নিয়ে অনিশ্চয়তায় রয়েছি।” 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মোহন্মদ বাহউদ্দীন বলেন, “ভাঙন রোধে ওই স্থানে ইতোপূর্বে জিও ব্যাগ ফেলা হয়েছিল। বিদ্যালয়ের ঘর দুটি স্থানান্তর যোগ্য। ভাঙন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে ঘর দুটি স্থানান্তর করা হবে।” 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর