২৬ অক্টোবর, ২০২১ ২১:৫৩

শেরপুরে তিন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে তিন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শেরপুর সদর উপজেলা ১৪টি ইউপি নির্বাচন। নির্বাচনের আগেই এই ১৪ ইউপির মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রিটানিং অফিস সূত্রে জানা গেছে, আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। একজন বাদে সবাই মনোনয়নপত্র উঠিয়ে ফেলার কারণে আজ দুজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। বাকী একজন জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব কামারের চর ইউনিয়ন থেকে মনোনয়ন জমা দেওয়ার দিনই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। হাবিব ছাড়া ওই ইউনিয়নে কেউ মনোনয়ন দাখিল করেননি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অপর দুজন হলেন পাকুড়িয়া ইউনিয়নের আলহাজ্ব হায়দার আলী ও গাজির খামার ইউনিয়নের আওলাদুল ইসলাম। পাকুড়িয়া ইউনিয়নে সরকার দলীয় একজনসহ সরকারি দলের বিদ্রোহী আরও দুজন প্রার্থী ছিলেন। নিজ দলের বিদ্রোহী দুই প্রার্থী আজ মনোনয়ন প্রত্যাহার করায় নৌকা মনোনীত হায়দার আলী নির্বাচিত হয়ে যান। অপর আরেক সরকার দলীয় গাজির খামার ইউনিয়নের প্রার্থী আওলাদুলের সাথে আরও দুজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

একজন ঋণ খেলাপির দায়ে বাদ পড়েন আরেকজন আজ প্রত্যাহার করে নিলে আওলাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১১ নভেম্বর এসব ইউনিয়নে শুধু মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিয়নে একই দিনে নির্বাচন হবে বলে জানা গেছে।
    
বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর