মানিকগঞ্জের পাটুরিয়াতে ‘আমানহ শাহ’ ফেরি দুর্ঘটনার দ্বিতীয় দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের অনেক স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।
দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা দিয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের যানজট পরিস্থিতি এড়ানোর জন্য ফেরিঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকায় ট্রাকগুলো ফেরি পারের অপেক্ষায় রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা এসব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তীব্র হচ্ছে ভোগান্তি।
গোয়ালন্দ মোড় এলাকায় কার্ভার্ডভ্যান চালক মো. আনোয়ার হোসেন বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে বেশিরভাগ সময় দুর্ভোগ থাকে। গতকাল একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যে কারণে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বাসচালক মো. রফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের অধিকাংশ ফেরির ফিটনেস নেই। দ্রুত সমেয়র মধ্যে ফেরি চালকদের প্রশিক্ষণ দিয়ে নতুন ফেরি সংযুক্ত করতে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুয়িরা নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তের ৫নং ফেরিঘাট এলাকায় ফেরি দুর্ঘটনার কারণে যানবাহনের জট সৃষ্টি হয়েছে। ঘাট সচল হলে সবকিছু স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির