বরগুনার তালতলীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পরে মিং বুদাই রাখাইন (৪৬) নামের এক ব্যক্তির মৃতদেহ খাল থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার একই এলাকার নোচামং রাখাইনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান মিং বুদাই রাখাইন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয় ১০-১২ জন মিলে ওই খালে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করে পানির নিচে খালের ভিতরে ঝাউর মধ্যে আটকে থাকা হাতের মধ্যে জাল পেচানো অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা। লাশের শরীরের বিভিন্ন জায়গায় কাকড়ায় খাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করা করেছে। পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল