‘নৈঃশব্দ ভেঙ্গে জেগে ওঠো বিদ্রোহে’ এই শ্লোগান সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার আনন্দঘন পরিবেশে দিনাজপুর শিল্পকলা একাডেমির সম্মুখ সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে উদীচী দিনাজপুর জেলা সংসদ। আয়োজনে ছিল আবৃত্তি, সঙ্গীত-নৃত্য পরিবেশন ও আলোচনা সভা।
আলোচনা সভায় উদীচী দিনাজপুর জেলা সংসদ এর সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রহমান রেজু, উদীচী জেলা সংসদের প্রাক্তন সভাপতি আসাদুল্লাহ সরকার, শিক্ষাবিদ ও গবেষক কাজী আব্দুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আহাদ আলী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, প্রগতি লেখক সংঘের সভাপতি অধ্যক্ষ জলিল আহমেদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, নবরূপীর সাধারণ সম্পাদক এ কে এম মেহেরুল্লাহ বাদল। স্বাগত বক্তব্য রাখেন উদীচী দিনাজপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষ।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন উদীচী, ভৈরবী, সুইহারী সংগীত নিকেতনের শিল্পী ও নৃত্য পরিবেশন করেন উদীচী জেলা সংসদের ক্ষুদে শিল্পীরা এবং আবৃত্তি করেন কমল, সুস্মিতা, অমিত, পলি, জাহিদ মুস্তাফা ও শুক্লা সাহা।
এছাড়া শেখ ছগির আহমেদ কমল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ