দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (অব.) ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে সবকিছু উজাড় করে দিয়েছেন। দিয়েছেন এদেশের মানুষকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘গ্রাম হবে শহর’ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনার নেতৃত্বে শহরের ন্যায় সকল সুযোগ সুবিধা পাচ্ছে গ্রাম বাংলার জনগণ। শেখ হাসিনার সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা এবং শিক্ষানগরী হবে বাঞ্ছারামপুর। মেঘনায় তৃতীয় সেতু নির্মাণ হলে ঢাকার সাথে বাঞ্ছারামপুরের দূরত্ব শূণ্যের কোঠায় নেমে আসবে। ফলে চট্টগ্রাম এবং সিলেটের সাথে রাজধানী ঢাকার প্রায় ২৫ কি.মি. দূরত্ব কমে আসবে।
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের চীফ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক, নরসিংদী সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, চীফ ইঞ্জিনিয়ারের স্টাফ অফিসার ইঞ্জিনিয়ার ড. নাজমুল হক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ। এসময় সড়ক ও জনপথে চীফ ইঞ্জিনিয়ার বাঞ্ছারামপুরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন। উপস্থিত সকলকে সড়ক প্রশস্ত করার আশ্বাস ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল