গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় নেত্রকোনার টহল পুলিশ গাড়িসহ গরু জব্দ করেছে। তবে চোর ও গাড়ি চালক পালিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত গরু নেত্রকোনা মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানায়, নেত্রকোনার বারহাট্টা উপজেলার দেওলি গ্রাম থেকে চারটি গরু একটি পিকাপ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল চোরেরা ময়মনসিংহ সড়কের দিকে। বারহাট্টা উপজেলা থেকে নেত্রকোনা আসার পথে সদরের বাংলা বাজার এলাকায় টহল পুলিশ সিগ্যনাল দিলে পিকাপ ভ্যানটি সিগন্যাল ভেঙ্গে পালিয়ে যায়। পরে টহল পুলিশ ধাওয়া করে নেত্রকোনা সদর উপজেলার আমতলা সড়কের হরিখালি ব্রিজের সামনে পিকাপের চালকসহ চারজন চোর চক্রের সদস্য গাড়ি থামিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি আরও জানান, গরুর মালিকের সন্ধান পাওয়া গেছে। তারা বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের দেওলি গ্রামের বাসিন্ধা।
বিডি প্রতিদিন/এএম