লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক রবিউল ইসলামকে (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক নিজ বাড়িতে রেখে বিক্রি করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এসময় তার বাড়ি থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আটককৃত ওই ব্যক্তিকে লালমনিরহাট জেলা হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির