টাঙ্গাইলের সখীপুরে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন এবং চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন শেষে আলোচনা সভা, কৃষকদের মাঝে বিনামূল্যে মাল্টা ও কমলার চারা বিতরণ করা হয়।
গ্রীণ হ্যাভেনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।
অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি অফিসার নিয়ন্তা বর্মন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল আউয়াল ও সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া।
বিডি প্রতিদিন/এমআই