চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে মহানন্দা নদীর ভাঙন দেখা দিয়েছে। এতে বিলীন হচ্ছে নদী তীরবর্তী ঘরবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে শতাধিক স্থাপনা ও কৃষিজমি। এতে হুমকির মুখে পড়েছে প্রায় ৩০০ পরিবার।
জানা গেছে, ভাঙন দেখা দেওয়ায় চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর, উত্তর ইসলামপুর ও বালুটুঙ্গি এলাকার প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক’শ ঘরবাড়ি, গাছ, ফসল ও একটি প্রাইমারি স্কুল, একটি মসজিদ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মহানন্দা নদীতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নদী ভাঙনের কারণে অনেকে ঘরবাড়ি অন্য যায়গায় সরিয়ে নিয়েছে।
এলাকার কৃষক জাইদুল ইসলাম জানান, এরই মধ্যে নদী ভাঙনে তার বাড়িসহ প্রায় ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাজেদা বেগম নামে এক বৃদ্ধা বলেন, নদী ভাঙনে তার বাড়ির ১টি গরুসহ অনেক মালামাল বিলীন হয়ে গেছে।
চৌডালা ইউপি চেয়ারম্যান মোহা. শাহ আলম জানান, দক্ষিণ ইসলামপুর, উত্তর ইসলামপুর, বালুটুঙ্গি ও নন্দলালপুর এলাকায় প্রতিবছর ভাঙন দেখা দেয়। ফের গত কয়েকদিন থেকে ভাঙতে শুরু করেছে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে। ভাঙন কবলিত এলাকায় প্রায় ৫০০ পরিবারের বসবাস। বর্তমানে তারা সকলেই ঝুঁকির মধ্যে রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত উপ -বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন জানান, চৌডালা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকাটির খবর তারা নিয়মিত রাখছেন এবং ভাঙন কবলিত এলাকা কয়েকবার পরিদর্শন করা হয়েছে। এবার তেমন কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। তবে পরবর্তী সময়ে অর্থ বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই