জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে নাটোরে জেল হত্যা দিবস পালন করেছে নাটোর জেলা আওয়ামী লীগ।
বুধবার সকালে শহরের কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় শফিকুল ইসলাম শিমুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে জেলখানায় জাতীয় চার নেতাকে যারা নির্মমভাবে হত্যা করেছে অবিলম্বে নাটোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খুনিদের ফাঁসির দাবি জানাই।
পরে দলের নেতাকর্মীরা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ দোয়া করেন। এসময় জেলা আওয়ামী লীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা