তেলের দাম বাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিজন যাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ১৪ টাকা। তেলের দাম ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বাড়ায় নারায়ণগঞ্জ থেকে এখন ঢাকা যেতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
বাসযাত্রী সুমন হোসেন জানান, জনপ্রতি ভাড়া বেড়েছে ১৪ টাকা। আগে ছিল ৩৬ টাকা। আর এখন ৫০ টাকা।
এদিকে, নারায়ণগঞ্জ পরবিহন চেয়ারম্যান জুয়েল হোসেন জানান, শুধু তেলের দাম নয়, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, করসহ নানা জিনিসপত্র দাম বেড়েছে। বিষয়টি বিবেচনা করে পরিবহন মালিকদের সাথে আলোচনা করে ভাড়া বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির