দিনাজপুর শহরের মাঝে বহমান ঘাগড়া ক্যানেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নারায়ণ কুমার কুন্ডু নামে উদ্ধারকৃত ব্যক্তির লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুরের মালদহপট্টি এলাকার ঘাঘড়া ক্যানেল থেকে নারায়ন কুমার কুন্ডু নামে একজনের লাশ উদ্ধার করা হয়।
মৃত নারায়ণ কুমার কুন্ডু (৬০) দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত মদন কুমার কুন্ডুর ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয় নারায়ণ। রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার সন্ধান পায়নি। পরে স্থানীয় লোকজন ঘাঘড়া ক্যানেলে লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ