বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার নবান্ন উৎসব উদযাপন করেছে। গাজীপুরে ইনস্টিটিউটের সদর দপ্তরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল নতুন ধান কর্তন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, হাতে তৈরি বিভিন্ন প্রকারের পিঠা, পায়েস বিতরণ।
দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালীটি ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এসব কর্মসূচিতে ব্রির বিভাগ ও শাখা প্রধানগণ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম