মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নতুন অতিথি এসেছে। আজ শুক্রবার ভোরে ফাউন্ডেশনে খাঁচায় বন্দি মেছোবিড়াল একটি বাচ্চা প্রসব করে। মেছোবিড়ালটির আরও ছয়টি বাচ্চা আছে। বাচ্চাগুলো বড় হওবার পর বনে ছেড়ে দেওয়া হয়েছে।
বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, নয় বছর আগে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধানক্ষেত থেকে তিনটি মেছোবিড়াল উদ্ধার করে আনা হয়েছিল। এর মধ্য একটি মারা যায়। আর দু'টি বড় হতে থাকে।
তিনি আরও বলেন, মা মেছোবিড়াল প্রসব করার দশ দিন আগেই পুরুষ মেছোবিড়ালকে আলাদা করে রাখা হয়েছে। একসঙ্গে রাখলে পুরুষ মেছোবিড়াল বাচ্চা খেয়ে ফেলবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির