বগুড়ার সান্তাহারে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে যৌনকর্মী, খদ্দের ও হোটেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হোটেল ম্যানেজার আব্দুল হাকিম (৫৭), হেলাল শেখ (৩৮) ও যৌনকর্মী রেশমা বেগম (২৮)। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে শুভ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ড চালানোর অভিযোগে হোটেল ম্যানেজার হাকিম, হেলাল শেখ ও রেশমা বেগমকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ