পটুয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকাল সাড়ে চার দিকে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে ওই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি মো. আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহানুর হক ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট রিফাত হাসান সজিব।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। আলোচনা সভায় ও আনন্দ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ