বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক শামছুল হক, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, যুবদলের রাজশাহী বিভাগের সহসাধারণ সম্পাদক ওবাইদুর রহমান সুইট, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জল, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এএ