পাঁচদিন ধরে সড়কের পাশে পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধকে (৭০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন র্যাব-৬ এর সদস্যরা। বৃদ্ধের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্বও নিয়েছেন তারা। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রবিবার রাতে এই বৃদ্ধকে যশোর শহরের রেলগেট এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার উদ্যোগ নেন।
এর আগে স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধারের জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে না নিয়েই চলে যায়। শহরের রেলগেট ট্যাক্সি স্ট্যান্ডের প্রাইভেটকারচালক রবিউল ইসলাম বলেন, পাঁচদিন আগে সকালে স্ট্যান্ডে গিয়ে দেখেন যে ফুটপাতে বৃদ্ধকে শুইয়ে রাখা হয়েছে। তিনি কোন কথা বলতে পারছিলেন না। খাবার দিলে সামান্য খাবার খান। শরীরে পচন ধরেছে। শরীরে লেগে থাকা মলমূত্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তাকে উদ্ধারের জন্য আরেক প্রাইভেটকারচালক সাজু হোসেন ৯৯৯ নম্বরে ফোন দেন। এরপর যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। কিন্তু তিনি সেখান গিয়ে আশপাশের লোকজনদের বলে আসেন যে, এখানে পুলিশের কিছু করার নেই। এসআই রফিকুল ইসলাম বলেন, বৃদ্ধটি জীর্ণশীর্ণ অবস্থায় ফুটপাতে পড়ে ছিল। তার কোনো ঠিকানা জানা যায়নি। হাসপাতালে এনে ভর্তি করবো, কেউ দায়িত্ব নিতে চায় না। ‘আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই’ দাবি করে তিনি বলেন, সেকারণেই বৃদ্ধকে সেখানে রেখে চলে আসতে হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন