নাটোর সদর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবক মুহীনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বাদী হয়ে আজ (সোমবার) সকালে সদর থানায় একটি মামলা করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে, রবিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তায় এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই পরীক্ষার্থীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত