গাজীপুরের কাশিমপুর কারাগারে ইয়াবা সরবরাহ করতে গিয়ে নয়ন রাজ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক গাজীপুরের গাছা থানাধীন মৈরান এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানান, গেল রাতে কাশিমপুর কারাগারে প্রবেশের সময় তাকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক করে পুলিশে খবর দেওয়া হলে তাকে গ্রেফতার করে নিয়মিত থানায় মামলা দায়ের করে পুলিশ।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃত নয়ন রাজের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম