সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে কোট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট মো. ওমরাও খান দিপু, এডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাবেক সভাপতি আবু তালেব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিবলী, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এডভোকেট মোবারক হোসেনসহ জাতীয়তাবাদী আইনজীব ফোরামের অনান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ