আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চন্দ্রা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক মোল্লার (আনারস প্রতীক) নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আব্দুল খালেক মোল্লা বলেন, সোমবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের চান্দ্রা বাজার ক্যাম্পে আমার কর্মী সমর্থকরা বসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী রুপাই মাতুব্বরের নেতৃত্বে তার ৩০/৪০ জন কর্মী আমার সমর্থকদের উপর হামলা চালায়। আমার ক্যাম্পের চেয়ার টেবিল ভাংচুর করে ও ব্যানার-পোস্টার ছিড়ে ফেলে। এ সময় আমার কর্মী সাহিন মোল্লা (২৭), মনসুর খান (৩৫) ও তাজুদ্দিন মাতুব্বর (৩৫) তাদের হামলায় আহত হয়। এ ব্যাপারে আমি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দেই।
এ ব্যাপারে চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী রুপাই মাতুব্বর বলেন, আমি ও আমার লোকজন স্বতন্ত্র প্রার্থী খালেক মোল্লার ক্যাম্পে কোনো হামলা করিনি। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তিনি নাটক করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
এদিকে হামলার খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল