নাটোরের বাগাতীপাড়ার ফাগুয়ার দিয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা করতে গিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলাবাড়িয়া গ্রামে এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফাগুয়ার দিয়ার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস,এম লেনিনের কর্মী হাজী শামসুল হুদা (৭৫), হাজী আব্দুর রাজ্জাক (৭০), মইনুদ্দীন (৫০), মসলেম উদ্দীন (৬০) সহ আরও ৪-৫ জন। আহতদের মধ্যে হাজী শামসুল হুদা ও মইনুদ্দীন নামের দুই বৃদ্ধকে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কলাবাড়িয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে প্রচারণা শুরু করে স্বতন্ত্র প্রার্থী এস, এম লেনিনের কর্মী-সমর্থকরা। এসময় তাদের পেছন থেকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের ভাই আতিকুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১২ জন আহত হয়। তাদের মধ্যে ৩ জন গুরুতর আহত হয় ৷ এময় তাদের দুইটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
আহত বৃদ্ধ হাজী শামসুল হুদা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা করে আসছিলাম। হঠাৎ পেছন থেকে হামলা করে। আমাদের অনেকেই আহত হয়েছে। আমরা দৌড়ে প্রাণে বেঁচে আসছি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। বিষয়টি নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সঙ্গে কথা বলা যায়নি।
বাগাতিপাড়ার থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হামলা ঘটনার ঘটেনি। দুই পক্ষই প্রচারণা চালাতে গিয়ে মুখোমুখি হয়েছিল। তবে কেউ আহত হয়েছে কি না জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত