বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি করায় রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর নামে নগরীর তিন থানায় মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন চন্দ্রিমা থানায়, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন নগরীর বোয়ালিয়া থানায় এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার নগরীর রাজপাড়া থানায় মামলার আবেদন করেন।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে নগরীর তিনটি থানায় এজাহার করেছেন তিনজন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত