কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার ৪নং আসামি সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
দুপুরে কাউন্সিলর সোহেলের পরিবারের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার। সে নগরীর সুজানগর এলাকার বাসিন্দা কানু মিয়ার ছেলে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, সুমন বুধবার সকালে গোপনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। আমরা খবর পেয়ে তাকে গ্রেফতার করি। সুমন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল