কুমিল্লার দেবীদ্বারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উপজেলার ফতেহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে রসুলপুর ইউপির খইয়ার গ্রামের একটি মাছের ফিসারি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা তার অটোরিকশা ছিনতাইয়ের জন্যেই তাকে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীদ্বার ফতেহাবাদ এলাকার রসুলপুর ইউপির খইয়ার গ্রামের অটোচালক সেন্টু মিয়া (৪৫) তিনদিন আগে অটোরিকশাসহ নিখোঁজ হন। ৩দিন পর বুধবার সকালে রসুলপুর ইউপির খইয়ার গ্রামের একটি মাছের ফিসারি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দেবীদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, খইয়ার গ্রামের একটি মাছের ফিসারি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করছি, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে খুন করা হয়েছে। তদন্ত চলমান আছে।
বিডি প্রতিদিন/আবু জাফর