কুড়িগ্রাম থেকে অটোরিকশা নিয়ে রংপুরে আসছিলেন চালক মাসুদ রানা (১৯) । বুধবার সকালে তিস্তা সেতুর নিকট ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন মাসুদ রানা। নিহত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভিমশর্মা গ্রামের আফসার আলীর ছেলে। এসময় গুরুতর আহত হন মাছ ব্যবসায়ী বিমল চন্দ্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে অটো রিকশায় করে মাছ নিয়ে রংপুরে আড়তে আসছিলেন বিমল চন্দ্র ও অটোচালক মাসুদ রানা। সকালে ঘন কুয়াশার কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। আহত মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাউনিয়াা ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম