বগুড়া-৩ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার খোকার মৃত্যুদণ্ডের আদেশের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বেলা ১২টায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক এস এম সাজাহান, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য গৌতম কুমার দাস, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিবলু শেখ, সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, গণশিক্ষা সম্পাদক সজীব সাহা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর ঠাঁই হবে না। এই রায়ে বগুড়াবাসী অত্যন্ত খুশি।বর্তমান প্রজন্ম যুদ্ধাপরাধী, রাজাকার মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।
বিডি প্রতিদিন/আরাফাত