ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল পুড়ে গেছে। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বালিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, ভোর রাতে হঠাৎ করেই বাজারের একটি দোকান থেকে লাগা আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি মুদি দোকানসহ তিনটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইদ্রিস আলী, হায়দার খান ও সাদ্দাম হোসেন বলেন, আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
সালথা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই