বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পথে সরকার যেন অহেতুক কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। সরকারের প্রতিবন্ধকতার জন্য বেগম খালেদা জিয়ার জীবনের ওপর যদি কোনো হুমকি আসে, তার জীবন যদি বিপন্ন হয়, তবে রেড অ্যালার্ট জারি করেও সরকার তার পতন ঠেকাতে পারবে না।
বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জামালপুরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদানের পর এসব কথা বলেন তিনি।
এমরান সালেহ বলেন, জনগণ জেগে উঠেছে, সকল রাজনৈতিক ও সামাজিক শক্তি খালেদা জিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সরকারকে সতর্ক করতে চাই, সমূহ বিপদ এড়ানোর জন্য বেগম খালেদা জিয়াকে এখনই যেন মুক্তি দেওয়া হয় এবং আজই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করে বিএনপি। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই