শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
কৌতূহল মেটাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর বাগমারা উপজেলার পশ্চিম কান্দি বড় বিহনলি গ্রামের সাহেব আলী (৭০)। বুধবার সকালে গিয়েছিলেন উপজেলার বাঘাবাড়ি বাজারে। ওই সময় পাশের একটি কারখানায় ভাঙানো হচ্ছিল সরিষার তেল। শব্দ পেয়ে কিভাবে অটোমেশিনে সরিষা থেকে তেল ভাঙানো হয়, তা দেখার জন্য ওই কারখানায় ঢোকেন। তবে মেশিনের কাছে যেতেই তার চলন্ত ফিতাই জড়িয়ে মুহূর্তেই প্রাণ হারান তিনি। এ অপমৃত্যুর ঘটনার তাৎক্ষণিকতায় বাজারে হুলুস্থুল পড়ে যায়।
নিহত সাহেব আলী বাগমারা উপজেলার পশ্চিম কান্দি বড় বিহনলি গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদের দাফনের অনুমতি দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাহেব আলী বাঘাবাড়ি বাজারে যান। এরপর তিনি কৌতূহল বশতঃ অটোমেশিনে সরিষা থেকে তেল ভাঙানো দেখতে বাজারের পাশে থাকা তেল, চাল ও আটা ভাঙানোর কারখানায় ঢুকে পড়েন। কারখানায় তখন সরিষা ভাঙানোর মেশিন চালু অবস্থায় ছিল। আর এর অপারেটর অন্য কাজে ব্যস্ত ছিলেন।
সাহেব আলী সরিষার তেল ভাঙানোর প্রক্রিয়া দেখতে মাথা এগিয়ে উঁকি দিতে গেলে মেশিনের ফিতার সঙ্গে তার শরীর জড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই মেশিনে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরিস্থিতি দেখতে পেয়ে এর অপারেটর দ্রুত গিয়ে মেশিন বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে সাহেব আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান ওই গ্রামের জেহের আলী ১০ বছর আগে কারখানাটি স্থাপন করেছেন। কিছুদিন আগেই তিনি কারখানায় অটোমেশিন স্থাপন করেন। বুধবার সকালে সেই মেশিনে তেল ভাঙানো দেখতে ঢুকে দুর্ঘটনায় পড়ে ওই বৃদ্ধ সেখানেই মারা যান। তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। যে কারণে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর তা দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর