বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হকের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, আখারুল আলম ফারুক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-আহবায়ক শামীম আজাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন।
অপরদিকে স্মারকলিপি প্রদানকালে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, অ্যাডভোকেট নূরুল হক এবং জেলা কৃষকদলের সভাপতি সাদিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম