নাটোরে মেধাবী ছাত্রী এইচএসসি পরিক্ষার্থী সানজিদা আক্তারের মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকালে নাটোর প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
রবিবার বিকেল ৫টার দিকে ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তায় বখাটে মুহিন ও তার সহযোগীরা সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত মুহিনকে গ্রেফতার করে।
প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ
ছাত্রলীগের সভাপতি সাহাদত হোসেন রাজিব, সুজন কুমার শীল,নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস, কলেজ ছাত্রী মোবাস শিরিন বিনতে আকরাম,কলেজ ছাত্র কাওছার আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অ্যাসিড নিক্ষেপকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি অ্যাসিড কোথায় থেকে সরবরাহ করা হলো তার সঠিক তদন্ত করে সরবরাহকারীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ অ্যাসিড নিক্ষেপ বা সরবরাহ করার সাহস না পায়।
বিডি প্রতিদিন/এএ