টাঙ্গাইল সদর উপজেলার ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক না পাওয়ার প্রতিবাদে ও মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে ৭ নং দাইন্যা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।
বক্তব্য রাখেন ৭নং দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ইউপি সদস্য মোতালেব হোসেন, পলাশ মন্ডল প্রমুখ।
এ সময় বক্তারা সোলায়মান হোসান মনোনয়ন বাতিল করে আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ