বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বগুড়া জেলা প্রশাসককে স্মরকলিপি দিয়েছে। বুধবার বেলা ১২টায় বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রধান পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শেষে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, মাহবুবুর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, ডা. মামুনুর রশীদ মিঠু, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, শহীদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, ডা. আশিক ইকবাল মাহমুদ স্বাধীন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, আলহাজ্ব আকরাম হোসেন, সাইফুল ইসলাম বাবলু, ময়নুল হক বকুল, হুমায়ন কবির গেদা, আহসান হাবিব মমি, আদিল শাহরিয়ার গোর্কি, হারুনুর রশিদ সুজন, অতুল চন্দ্র দাস, শাওনসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ